‌‘ধবলধোলাইয়ের’ পর যা বললেন বাবর আজম

গত দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে না পারলেও শেষ ম্যাচে আশা জাগিয়েছিল টাইগাররা। কিন্তু তবুও পারল না বাংলাদেশ। হারতে হলো ৫ উইকেটে।

এদিকে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে উচ্ছ্বাস প্রকাশ করেছে পাক অধিনায়ক। সোমবার সিরিজের তৃতীয় ম্যাচ জয়ের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, এখানে ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।

বাংলাদেশ সফরে এসে প্রত্যাশার চেয়েও বেশি সমর্থন পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ঢাকার মাঠে খেলে বাংলাদেশি সমর্থকদের সমর্থন পেয়ে পাকিস্তানের ক্রিকেটারাই বলেছেন মনে হয়েছে ঢাকায় না, পাকিস্তানেই খেলছি।

আরও পড়ুন: 

ফখরুল বললেন, আন্দোলন-আন্দোলন-আন্দোলন

ধর্ষণ মামলায় জামিন: ক্ষমা চাইলেন বিচারক

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে গ্যালারিতে উড়েছে পাকিস্তানের পতাকা, বাবর আজমদের চার-ছক্কায় হর্ষধ্বনিতে কেঁপে উঠে মিরপুর।

অনেক বাংলাদেশি নাগরিক পাকিস্তানের জার্সি ও চাঁনতারা টুপি পরে স্টেডিয়ামে প্রবেশ করেন।

news24bd.tv/ তৌহিদ