অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক চলছে তেহরানের

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক চলছে তেহরানের। রোববার এ তথ্য দিয়েছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।

আরও পড়ুন:

হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম আইসিইউতে

অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করে পেট চিরে বাচ্চা চুরি!

তিনি বলেন, ২৯ নভেম্বর সোমবার থেকে মূল আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আগামীকাল থেকে শুরু হওয়া সংলাপে অংশ নেবে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া। ২০১৫ সালে এই পাচঁ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র মিলে ইরানের সাথে পরমাণু সমঝোতা সই করেছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সমঝোতা থেকে বেরিয়ে গেলে এ নিয়ে চরম অচলাবস্থা তৈরী হয়। সেই অচলাবস্থা কাটিয়ে ওঠার লক্ষেই সোমবার থেকে শুরু হচ্ছে ভিয়েনা বৈঠক।

 ​news24bd.tv/এমি-জান্নাত