বিপদ-আপদের সময় পড়ার দোয়া

হজরত উম্মে সালমা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, মানুষের ওপর কোনো বিপদ এলে সে যদি এই দোয়া পাঠ করে- আল্লাহ তা'আলা তাকে তার বিপদের প্রতিদান দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন।

উচ্চারণ : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা।

বাংলা অর্থ : আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ! বিপদে আমাকে সওয়াব দান করুন এবং যা হারিয়েছি তার বদলে তারচেয়ে ভালো কিছু দান করুন, (সহিহ মুসলিম)।  

আরও পড়ুন:

দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার কিছু আমল

মহান আল্লাহ তা'আলা সকলকে সব ধরনের বিপদ-আপদ থেকে মুক্ত রাখুন। আমিন।  

news24bd.tv রিমু