ব্লাউজের সেলাই নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া, পরে ‘আত্মহত্যা’

স্ত্রীর জন্য মনমতো ব্লাউজ বানাতে না পারায় জেরে ঝগড়ার পর ‘আত্মহত্যা’ করেছেন এক নারী। ঘটনাটি ভারতের হায়দরাবাদে আম্বারপেট এলাকার গোলানকা থিরু মালা নগরের। ওই গৃহবধূর নাম বিজয়ালক্ষ্মী। বয়স ৩৫ বছর।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির এমন প্রতিবেদন প্রচার করে।

প্রতিবেদনে জানানো হয়, দর্জি স্বামী পছন্দের ব্লাউজ বানাতে না পারায় তার প্রতি বিরক্ত ছিলেন বিজয়ালক্ষ্মী। বিষয়টি নিয়ে ঝগড়া করার পর শয়নকক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার স্কুল পড়ুয়া দুটি সন্তান রয়েছে।

জীবিকার প্রয়োজনে বিজয়ালক্ষ্মীর স্বামী বাড়িতে বাড়িতে গিয়ে শাড়ি ও ব্লাউজ সেলাই করেন।

এছাড়া বিভিন্ন ধরনের কাপড়ও সেলাই করেন তিনি। গত শনিবার বিজয়ালক্ষ্মীর জন্য একটি ব্লাউজ সেলাই করেছিলেন। ব্লাউজটি স্ত্রীর পছন্দ না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।

বিজয়লক্ষ্মী তার ব্লাউজটি পুনরায় সেলাই করে দিতে স্বামীকে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি রাজি হননি। এতে আরও ক্ষুব্ধ স্ত্রী। পরে শিশুরা স্কুল থেকে বাড়ি ফিরে শয়নকক্ষের দরজা বন্ধ দেখতে পায়। তারা নক করতে থাকে, কিন্তু কোনো সাড়া মেলেনি।

বিষয়টি জানতে পেরে দ্রুত বাড়ি দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়।

news24bd.tv/তৌহিদ