দু'পারের মানুষের রাজনীতি এবং ধর্মটা ভিন্ন

নদীর ওপারে বাংলাদেশের সিলেট, এপারে ভারতের আসাম। আসামের করিমগঞ্জ।  

দু'পারের মানুষের একই ভাষা, একই সংস্কৃতি, একই খাদ্য, একই পোশাক, একই গান, একই সুর, সুখ-দুঃখ একই, একই মানসিকতা, গ্রাম একই রকম দেখতে, একই মাটি, একই গাছপালা, মাথার ওপর একই আকাশ।  

 আরও পড়ুন:

রায়ের পর আবরার ফাহাদের মা যা বললেন!

রাজনীতিটা শুধু ভিন্ন। কিছু ক্ষেত্রে ধর্মটা ভিন্ন। রাজনীতির ভিন্নতার কারণে নিরাপত্তাও ভিন্ন হয়ে ওঠে। এ কারণেই সুস্থ রাজনৈতিক পরিবেশের, শুদ্ধ গণতন্ত্রের, পূর্ণ বাকস্বাধীনতার এত প্রয়োজন মানুষের।

লেখাটি তসলিমা নাসরিন-এর ফেসবুক থেকে সংগৃহীত ( লেখাটির আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv/ কামরুল