স্বর্ণমন্দিরকে অপবিত্র করার অভিযোগ, গণপিটুনিতে একজনের মৃত্যু

ভারতের পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরকে অপবিত্র করার অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং ছেনি। খবর জি নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধের প্রার্থনা চলাকালীন হঠাৎই রেলিং টপকে স্বর্ণমন্দিরের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন ওই ব্যক্তি। সেখানে গুরুগ্রন্থ সাহেবের সামনে রাখা তলোয়ার তুলে নেওয়ার চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন সাধারণ মানুষ।

পরে ওই ব্যক্তিকে টেনে-হিঁচড়ে শিখদের পবিত্র ওই মন্দিরের বাইরে বের করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে মারতে থাকেন। অমৃতসরের ডিসিপি পরমিন্দর সিং ভান্ডাল জানান, সেই গণপিটুনিতেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্য ভাই গুরপ্রীত সিং রান্ধাওয়া।  

এছাড়া বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন বিজেপি নেতা মঞ্জিন্দর সিং সিরসা। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল।  

আরও পড়ুন:

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, মৃত্যু বেড়ে ৭৫

news24bd.tv/ নকিব