সুনামগঞ্জে ডা. মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে সুনামগঞ্জে মামলার আবেদন করা হয়েছে।  

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম এর আদালতে  মামলাটি নেওয়ার আবেদন করেন।

মামলার আবেদনে আরেক আসামি হলেন ভার্চ্যুয়াল টক শোতে সঞ্চালক মহিউদ্দিন হেলাল নাহিদ।

আরও পড়ুন

নৌকার পক্ষে ভোট করা সম্ভব নয় জানিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একজন মন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ অশালীন ভাষায় কথা বলেছেন সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনভাবেই কাম্য নয়।

এ বক্তব্যে শুধু জাইমা রহমান নয় দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি আদালত সঠিক বিচারের ব্যবস্থা নিবেন।

news24bd.tv রিমু