রাখাইনে জনশূন্য ১৭৬ গ্রাম !

চলমান সেনা অভিযানের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা অধ্যুষিত ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য। মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র জ হতয় এক বিবৃতিতে জানান, রাখাইন রাজ্যে সর্বমোট ৪৭১টি গ্রাম রয়েছে। এর মধ্যে ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য। তারা দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। তবে বিবৃতিতে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেননি জ হতয়। তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া বাসিন্দারা মিয়ানমারে ফিরতে চাইলে অবশ্যই সবাইকে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না। এ ব্যাপারে যাচাইবাছাই করা হবে।

উল্লেখ্য, রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে গত ২৫ আগস্ট রাতে সন্ত্রাসী হামলা হয়। ওই হামলার পর থেকে নিরীহ গ্রামবাসীর ওপর ঝাপিয়ে পড়ে মিয়ানমারের সেনাবাহিনী ও মগরা। দুই সপ্তাহে তিন লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে। হত্যা করা হয় সহস্রাধিক রোহিঙ্গাকে। পুড়িয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। অনেক পরিবারকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। এ নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও রোহিঙ্গা নিধন বন্ধ করেনি মিয়ানমার। এছাড়া সাগরপথে পালিয়ে আসতে গিয়ে নৌকাডুবিতে প্রতিদিনই রোহিঙ্গাদের লাশ ভেসে আসছে। ওইসব মরদেহ তুলে এনে বাংলাদেশে দাফন করা হচ্ছে।