সুনামগঞ্জে নৌকা নিয়ে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় উত্তর রাজাপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নাসরিন সুলতানা দীপা।

বুধবার (০৫ জানুয়ারী) রাতে তাকে বিজয়ী ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দীপা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন। নির্বাচিত চেয়ারম্যানের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় উত্তর রাজাপুর ইউনিয়নের দিগজান গ্রামে।

নাসরিন সুলতানা দীপার বাবা মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী, নানা মরহুম মনির উদ্দিন চৌধুরী দুজনেই এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। শুধু তাই নয় নাসরিন সুলতানা দীপার স্বামী আসাদুজ্জামান সেন্টু সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক।

নবনির্বাচিত চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা বলেন, আমি হাওর এলাকার মানুষ। আমি জানি এই হাওর এলাকায় কি কি প্রয়োজন। আমি বিশেষ করে হাওর এলাকার নারীদের জীবন মানের উন্নয়ন নিয়ে কাজ করব। কথা দিচ্ছি আমার মরহুম বাবা ও নানা যে ভাবে আপনাদের পাশে ছিলেন এবং উনারা আপনাদের যে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন সেগুলো আমি বাস্তবায়ন করব।

আরও পড়ুন

এজেন্ডা বাস্তবায়নে মিথ্যাচার করেন মাহবুব তালুকদার: সিইসি

news24bd.tv এসএম