তুষারঝড় আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকায়

তুষারঝড় আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকা। তবে বিপর্যস্ত জীবনের সাথে তুষারপাতও দিচ্ছে বাড়তি আনন্দ। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে একটি হাস্যোজ্জ্বল তুষারমানব তৈরী করা হয়েছে দর্শনার্থীদের অভ্যর্থনা জানাচ্ছে। এদিকে রাশিয়ার কাজানে শহরের কেন্দ্রের একটি পার্কে তুষার মানব তৈরী করে স্নো ফেস্টিবল উদযাপন করেছে স্থানীয়রা।    যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে তুষারঝড়। প্রায় ১৫ ইঞ্চির বেশি তুষারপাতে ঢেকে যায় বাড়িঘর ও রাস্তাঘাট। এরিমাঝে ঘটছে ব্যাতিক্রম ঘটনাও। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে একটি হাস্যোজ্জ্বল তুষারমানব তৈরী করা হয়েছে অভ্যর্থনা জানানোর জন্য।

স্লেজিং এবং কুকুর নিয়ে বরফ নিয়ে খেলায় মেতেছে বাচ্চারা। বাদ যায়নি অভিভাবকেরাও।  

এদিকে রাশিয়ার কাজান শহরে কেন্দ্রে উরিটস্কি পার্কে তুষারমানব তৈরী করে  চতুর্থ বছরের জন্য জড়ো হয়েছিল তুষার উদযাপনের জন্য।

আরও পড়ুন:

চলে গেলেন হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা সিডনি পোয়াটির

উৎসবের অন্যতম উদ্যোক্তা অ্যালিওনা ডোনারা বলেন,  এটি একটি পারিবারিক অনুষ্ঠান যেখানে পরিবারগুলো সৃজনশীল কিছু করতে পারে। তুষারমানুষদের মধ্যে একটি ছিল প্রফুল্ল কিছু তৈরি করার জন্য বেশ কিছু লোকের একত্রিত প্রচেষ্টা।  

উত্সবের মূল খিম ছিল সবচেয়ে সৃজনশীল ভাস্করদের প্রদর্শনের জন্য একটি প্রতিযোগিতা।

news24bd.tv/এমি-জান্নাত