জয় পেলেন নৌকার আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে কেন্দ্রভিত্তিক ফলাফলে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ নিয়ে তিনি টানা তিনবার নাসিক নির্বাচনে বিজয়ী হলেন।  নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফল ঘোষণা করেন।

তার ঘোষিত ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। তাদের ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২।  

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ১৯২টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে সেলিনা হায়াৎ আইভী ও হাতি প্রতীকে তৈমুর আলম খন্দকার ছাড়াও দেয়ালঘড়ি প্রতীকে এ বি এম সিরাজুল মামুন, হাতপাখা প্রতীকে মাছুম বিল্লাহ, হাতঘড়ি প্রতীকে রাশেদ ফেরদৌস, বটগাছ প্রতীকে মো. জসিম উদ্দিন ও ঘোড়া প্রতীকে কামরুল ইসলাম (ঘোড়া) মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

উল্লেখ্য, নাসিকের ২৭ ওয়ার্ডের ১৯২টি ভোট কেন্দ্রে এক হাজার ৩৩৩ ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার দিনভর তাদের ভোটাধিকার প্রয়োজন করেছেন।

# ১৩৪ কেন্দ্রের ফল: প্রায় ৪৮ হাজার ভোটে এগিয়ে নৌকা

#অর্ধেকের কাছাকাছি বেশি ভোটে এগিয়ে নৌকা

# নাসিক নির্বাচন: ৮১ কেন্দ্রে এগিয়ে নৌকা

# নাসিক নির্বাচন: ৫৪ কেন্দ্রে এগিয়ে নৌকা

news24bd.tv/ নাজিম