ঢাবির ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার শেখ রাসেল টাওয়ারের বিপরীত পাশের ডাস্টবিন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস বলেন, সকালে পথচারীদের মাধ্যমে জানতে পারি ডাস্টবিনে একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক একদিন বয়সী ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।  

আরও পড়ুন:

৩১ বছরে পা দিল আইইউবিএটি

তিনি বলেন, মৃত নবজাতকের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনও ব্যক্তি মৃত অবস্থায় তাকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে।

news24bd.tv/ নাজিম