কমানো হচ্ছে হোন্ডা মোটর ও নিশান মোটর গাড়ি উৎপাদন 

চলতি ফেব্রুয়ারিতে সরবরাহ প্রতিবন্ধকতায় অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হোন্ডা মোটর ও নিশান মোটর গাড়ি উৎপাদন কমাবে। সম্প্রতি কারখানাগুলোয় উৎপাদন ১০ শতাংশ কমানোর ঘোষণা দেয়া হয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে।

নিক্কেই এশিয়ার খবরে বলা হয়, গত বছরের ডিসেম্বরে ডিসেম্বরে মালয়েশিয়ায় বন্যার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে সেমিকন্ডাক্টর বহির্ভূত উপাদান সরবরাহ বিঘ্নিত হয়। এর জের ধরেই প্রতিষ্ঠানগুলো উৎপাদন কমানোর পরিকল্পনা করেছে। এই প্রথম বন্যাকে উৎপাদন ব্যাহত হওয়ার কারণ হিসেবে কোনো অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান দায়ী করল। এর আগে হোন্ডা গেল বছরের নভেম্বরে ১০ শতাংশ দেশীয় উৎপাদন কমিয়েছিল।

হোন্ডার পূর্বাভাস বলছে, ফেব্রুয়ারিতে মোট ৬০ হাজার যানবাহন উৎপাদন করবে তারা। এদিকে চলতি মাসে যানবাহন উৎপাদন ১০ হাজার কমানোর কথা জানিয়েছে নিশান মোটর।

news24bd.tv/এমি-জান্নাত