ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক হোমিওপ্যাথিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ আব্দুল্লাহ (২৮)।  

আজ সোমবার বেলা সাড়ে এগারোটা দিকে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২ঃ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  মৃতের পরিচিত এক নার্সের বরাত দিয়ে তিনি বলেন, আব্দুল্লাহ একটি হোমিওপ্যাথিক কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতি।

আরও পড়ুন:

শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত

উদ্ধারকারী ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ীর কনস্টেবল  মমিনুল ইসলাম বলেন, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া  কিশোরগঞ্জগামী একটি ট্রেন বিমানবন্দর পার হওয়ার সময়ে আবদুল্লাহ এক নম্বর প্ল্যাটফর্ম পার হতে গিয়ে  ট্রেনের নিচে কাটা পড়েন। গুরুতর  আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।  

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর  দেয়া হয়েছে বলেও জানান তিনি।

news24bd.tv/এমি-জান্নাত