পরকীয়ার ঝোঁক যাদের বেশি, বলছে গবেষণা

বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া নিয়ে বিতর্কের যেন শেষ নেই। তবে ভারতের আইন কিন্তু বলছে, আইনের দিক থেকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া অবৈধ নয়। কিন্তু পরকীয়া কারা এবং কেনই করেন, এসব প্রশ্নের উত্তর সহজে মেলে না।

স্পেনের করুনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, কাদের মধ্যে পরকীয়ার প্রবণতা বেশি সেই বিষয়ে। গবেষক মিগুয়েল ক্লিমেন্টের নেতৃত্বে করা এই গবেষণা বলছে, ‘নারসিসিজম’ রয়েছে এমন মানুষদের বারবার পরকীয়া করার প্রবণতা বেশি। মনোবিজ্ঞানে, নারসিসিজমকে সাধারণত আত্মরতি, নিজেকে মহান ভাবা, অহংকার এবং অন্যদের প্রতি সহানুভূতির অভাব দ্বারা চিহ্নিত করা হয়। মিগুয়েলের কথায়, অন্ধকার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যযুক্ত লোকেরা সহজে স্বল্পমেয়াদী সম্পর্ক স্থাপন করতে পারেন। এর প্রধান কারণ, সম্ভাব্য সঙ্গীর থেকে প্রত্যাশা খুবই কম থাকে। পুরুষদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যায়।

সূত্র : আনন্দবাজার

news24bd.tv/এমি-জান্নাত