ফেসবুকের সর্বোচ্চ শেয়ার মূল্যের রেকর্ড!

সম্প্রতি নানা বিতর্কে জড়ানোর পরও ফেসবুক শেয়ারের মূল্য বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ২০২.২৩ ডলার বা ১৬ হাজার ৫৮২ টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ শেয়ার মূল্য।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, ব্যবহারকারীদের ডেটা অপব্যবহার করে নীতিমালা লঙ্ঘন করায় মার্কিন আর ইউরোপীয় সরকারগুলোর কড়া তদন্তের মুখে রয়েছে ফেসবুক। এমন সময় শেয়ারের এই চড়া মূল্য হাসি ফুটিয়েছে বিনিয়োগকারীদের মুখে।

আগামী ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ৩৮০টি খেলা সরাসরি সম্প্রচারের স্বত্বাধিকার পেয়েছে ফেসবুক। এজন্যে এই সোশ্যাল জায়ান্টকে গুণতে হচ্ছে প্রায় ২৬ দশমিক ৪০ কোটি ডলার।

লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে প্রিমিয়ার লিগের সঙ্গে এতো বড় চুক্তি করাতে আরও খুশি বিনিয়োগকারীরা। ২০১২ সালে শেয়ার ছাড়ার পর এ পর্যন্ত ফেসবুকের শেয়ারের দাম বেড়েছে ৪০০ শতাংশেরও বেশি।

 

সূত্র: ফরচুন, টাইমস 

অরিন/নিউজ টোয়েন্টিফোর