রোহিঙ্গা ক্যাম্পে ‘সালমান শাহ’ গ্রুপের প্রধানসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস শীর্ষ ডাকাত দল ‘সালমান শাহ’ গ্রুপের প্রধান শহিদুল ইসলাম ওরফে সালমান শাহসহ তিনজনকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।  

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও চারটি কার্তুজ জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- টেকনাফের দক্ষিণ লেদা ক্যাম্পের শহিদুল ইসলাম ওরফে সালমান শাহ এবং তার সহযোগী একই ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ শফি ও মোহাম্মদ কাছিম।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সালমান শাহ ডাকাত গ্রুপ ক্যাম্পে ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। সম্প্রতি ডাকাতির প্রস্তুতিকালে তার আস্তানা চিহ্নিত করে অভিযান পরিচালনা করে দুই সহযোগীসহ তাকে আটক করা হয়।

তিনি জানান, তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ একাধিক অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আর্মড পুলিশের এই কর্মকর্তা।

news24bd.tv/কামরুল