উখিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪ 
উখিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪ 

সংগৃহীত ছবি

উখিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে  চারজন নিহত হয়েছেন। এঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে হিজলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মহিউদ্দিন মহিন।

 

নিহতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, উখিয়ার পাগলির বিল গ্রামের সালমা খাতুন (৪৫), আনোয়ার ইসলাম ও রামু উপজেলার ফতেকারকুল গ্রামের বিধুধর (৪০)।

এ ব্যাপারে পুলিশ জানায়, টেকনাফমুখী একটি ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

news24bd.tv/রিমু