আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের বক্তব্য প্রমাণ করে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়নি। তিনি বলেন, জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেলে তদন্তকারী দল পাঠায়, আর মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাশেলে বাংলাদেশে এসেছিলেন সরকারের আমন্ত্রণে। তারপরও কেউ কেউ মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির শোক সভায় একথা বলেন আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, ১৫ই আগস্টের ঘটনার পেছনের কুশীলব খুঁজে বের করতে কমিশন গঠনের কাজ চলছে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধুর হত্যার সুবিধাভোগী দলের ভেতরে-বাইরে সকল ষড়যন্ত্রকারী চিহ্নিত করতে হবে। এসময় মুক্তিযুদ্ধের চেতনার শক্তিদের একত্রিত হয়ে বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলটির নেতারা।
news24bd.tv/তৌহিদ