ক্ষতিপূরণ দিয়ে ব্রাইটন থেকে পটারকে আনল চেলসি
ক্ষতিপূরণ দিয়ে ব্রাইটন থেকে পটারকে আনল চেলসি

সংগৃহীত ছবি

ক্ষতিপূরণ দিয়ে ব্রাইটন থেকে পটারকে আনল চেলসি

অনলাইন ডেস্ক

টমাস টুখেল বিদায় নেয়ার পর চেলসির নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন গ্রাহাম পটার। শেষ পর্যন্ত তাকেই নতুন কোচ হিসেবে চূড়ান্ত করল লন্ডনের ক্লাবটি। খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চেলসি।

ব্রাইটনের দায়িত্ব ছেড়ে চেলসির দায়িত্ব নিয়েছেন গ্রাহাম পটার।

লন্ডন সময় আজ বিকালে চেলসির অনুশীলন মাঠে এসে চুক্তি সই করতে আসেন ৪৭ বছর বয়সী এই কোচ। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, পাঁচ বছরের চুক্তিতে চেলসি কোচের দায়িত্ব নিয়েছেন পটার।

ব্রাইটন থেকে পটারকে নিয়ে আসতে ক্ষতিপূরণ বাবদ ক্লাবটিকে ১ কোটি ৬০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪ কোটি টাকা) দিয়েছে চেলসি। দায়িত্ব গ্রহণের পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির ওয়েবসাইটে পটার বলেছেন, ‘চেলসির প্রতিনিধিত্ব করতে পেরে খুব গর্ব অনুভব করছি।

এটি অসাধারণ ফুটবল ক্লাব। চেলসির নতুন মালিকপক্ষের সঙ্গে যোগ দিতে পেরে খুবই রোমাঞ্চ অনুভব করছি। এই সুযোগটা করে দেয়ার জন্য ব্রাইটনকেও ধন্যবাদ জানাচ্ছি। ’

পটারকে কোচ করে আনতে পেরে উচ্ছ্বসিত চেলসির মালিক ও চেয়ারম্যান টড বোয়েলিও, ‘গ্রাহামকে চেলসিতে নিয়ে আসতে পেরে আমরা রোমাঞ্চিত। তার প্রতিভা কাজে লাগিয়ে চেলসিকে আমরা আরও সফল ক্লাবে পরিণত করতে পারব। আগের ক্লাবকে (ব্রাইটন) তুলে আনায় সে দারুণ ভূমিকা রেখেছে। ’

শনিবার ফুলহামের বিপক্ষে চেলসির কোচ হিসেবে ডাগআউট দাঁড়াবেন পটার। ব্রাইটনকে এ মৌসুমে ৬ ম্যাচ শেষে লিগ টেবিলের চারে তুলেছেন পটার। গত মৌসুমেও তার অধীনে দারুণ পারফরম্যান্স দেখায় ব্রাইটন। গত মৌসুমে প্রিমিয়ার লিগে নবম স্থান এনে দেন পটার।

news24bd.tv/সাব্বির