টমাস টুখেল বিদায় নেয়ার পর চেলসির নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন গ্রাহাম পটার। শেষ পর্যন্ত তাকেই নতুন কোচ হিসেবে চূড়ান্ত করল লন্ডনের ক্লাবটি। খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চেলসি।
ব্রাইটনের দায়িত্ব ছেড়ে চেলসির দায়িত্ব নিয়েছেন গ্রাহাম পটার।
ব্রাইটন থেকে পটারকে নিয়ে আসতে ক্ষতিপূরণ বাবদ ক্লাবটিকে ১ কোটি ৬০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪ কোটি টাকা) দিয়েছে চেলসি। দায়িত্ব গ্রহণের পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির ওয়েবসাইটে পটার বলেছেন, ‘চেলসির প্রতিনিধিত্ব করতে পেরে খুব গর্ব অনুভব করছি।
পটারকে কোচ করে আনতে পেরে উচ্ছ্বসিত চেলসির মালিক ও চেয়ারম্যান টড বোয়েলিও, ‘গ্রাহামকে চেলসিতে নিয়ে আসতে পেরে আমরা রোমাঞ্চিত। তার প্রতিভা কাজে লাগিয়ে চেলসিকে আমরা আরও সফল ক্লাবে পরিণত করতে পারব। আগের ক্লাবকে (ব্রাইটন) তুলে আনায় সে দারুণ ভূমিকা রেখেছে। ’
শনিবার ফুলহামের বিপক্ষে চেলসির কোচ হিসেবে ডাগআউট দাঁড়াবেন পটার। ব্রাইটনকে এ মৌসুমে ৬ ম্যাচ শেষে লিগ টেবিলের চারে তুলেছেন পটার। গত মৌসুমেও তার অধীনে দারুণ পারফরম্যান্স দেখায় ব্রাইটন। গত মৌসুমে প্রিমিয়ার লিগে নবম স্থান এনে দেন পটার।
news24bd.tv/সাব্বির