‘দিন দ্য ডে’ নিয়ে মালয়েশিয়ায় অনন্ত-বর্ষা, মুক্তি ১৫ হলে
‘দিন দ্য ডে’ নিয়ে মালয়েশিয়ায় অনন্ত-বর্ষা, মুক্তি ১৫ হলে

‘দিন দ্য ডে’ নিয়ে মালয়েশিয়ায় অনন্ত-বর্ষা, মুক্তি ১৫ হলে

নিজস্ব প্রতিবেদক

অনন্ত-বর্ষা অভিনীত 'দিন: দ্য ডে' সিনেমা মুক্তি উপলক্ষে মালয়েশিয়া সফরে গেছেন তারকা দম্পতি। আগামী ১৬ সেপ্টেম্বর দেশটির প্রজাতন্ত্র দিবসে সারাদেশে রাজধানী কুয়ালালামপুরসহ ৯ রাজ্যের ১৫টি হলে মুক্তি পাবে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমাটি।

বুধবার মালয়েশিয়ায় ‘দিন দ্য ডে’ সিনেমার মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। এদিন বেলা ১১টায় কুয়ালালামপুর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের সাথে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ান ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ‘দিন দ্য ডে’র মালয়েশিয়ার পরিবেশক আরএমএইচ গ্লোবালের প্রতিনিধিরা।

সামাজিক মাধ্যমে ছবিটি দিয়ে বর্ষা লেখেন, রেডি ফর প্রেস কনফারেন্স। সামাজিক মাধ্যমে ছবিটি দিয়ে বর্ষা লেখেন, রেডি ফর প্রেস কনফারেন্স।

সিনেমা মুক্তির বিষয়ে অনন্ত বলেন, 'সারা পৃথিবীতে সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই।

যেখানে আমাদের বাংলাদেশিরা আছেন, প্রবাসী ভাইবোন আছেন, সেখানেই আমরা একটা মার্কেট গড়ে তুলতে চাই। '

সিনেমাটি মুক্তির দিনে বিকেল ৫টা ২০ মিনিটে কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসিতে দর্শকদের সঙ্গে ‘দিন দ্য ডে’র প্রথম স্ক্রিনিং দেখবেন এই তারকা দম্পতি। ১৮ সেপ্টেম্বর জোহর বারুর এমএমসি সিটি স্কয়ারে স্ক্রিনিংয়ে অংশ নেবেন তারা। প্রথম সপ্তাহে ১১ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা আছে। বাংলাদেশিদের আগ্রহে আরও চার সিনেমা হল বাড়িয়ে ১৫ হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক