সাইবার হামলায় অস্ট্রেলিয়ার ১ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি

সংগৃহীত ছবি

সাইবার হামলায় অস্ট্রেলিয়ার ১ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় ‘সাইবার হামলায়’ দেশটির প্রায় এক কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা ঘটেছে। যার মধ্যে পাসপোর্ট বা লাইসেন্স নাম্বারও চুরি হয়েছে বলে জানানো হয়েছে। এতে দেশটির নাগরিকরা প্রতারণার শিকার হতে পারেন বলে জানিয়েছে দেশটির সরকার।

সাইবার হামলার বিষয়টি গত সপ্তাহে জানতে পারে অস্ট্রেলিয়ার টেলিকমিউনিকেশন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অপটাস।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অপটাসের প্রধান।

জানা গেছে, সাইবার হামলায় অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৪০ শতাংশ লোকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। এ ঘটনাকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা বলে উল্লেখ করা হচ্ছে।

তবে চলতি সপ্তাহে দেশটিতে কিছু নাটকীয় ঘটনা দেখা গেছে।

এর মধ্যে মুক্তিপণের হুমকিও রয়েছে।

জানা গেছে, অপটাস সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন লিঃ-এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। তারা ঘটনার একদিন পর প্রকাশ করে যে নেটওয়ার্কে সন্দেহভাজন কার্যক্রমের বিষয়টি তাদের নজরে এসেছে। প্রতিষ্ঠান জানায় যে, তাদের গ্রাহকদের ডাটা (তথ্য) চুরি হয়েছে। এর মধ্যে আছে নাম, জন্মতারিখ, ফোন নাম্বার, ই-মেইল ঠিকানা, পাসপোর্ট নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার।

তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে, পেমেন্ট বিষয়ক তথ্যাদি ও অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাক হয়নি। তারা সাইবার হামলার ঘটনা তদন্ত করছে এবং পুলিশ, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে।

এদিকে সরকার এই হামলার ঘটনায় দেশটির নাগরিকরা প্রতারণার ঝুঁকিতে রয়েছে। বলা হয়েছে, যাদের পাসপোর্ট বা লাইসেন্স নাম্বার চুরি হয়েছে তাদের প্রতারণার ঝুঁকি তৈরি হয়েছে। এমন ঝুঁকিতে রয়েছেন প্রায় ২৮ লাখ নাগরিক।

তবে এই সাইবার হামলা কারা চালিয়ে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এই চুরির ঘটনা দেশের বাইরে থেকে সংঘটিত হয়েছে।

হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অপটাসের প্রধান নির্বাহী কেলি বায়ের রোজমারিন। তিনি বলেন, ‘অবশ্যই, আমি ক্ষুব্ধ। যারা আমাদের গ্রাহকদের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। আমি হতাশ কারণ আমরা সেটি ঠেকাতে পারিনি।

news24bd.tv/হারুন