ভারত সফরকারী ১০০ বাংলাদেশি ইয়ুথ ডেলিগেটদের নিয়ে ফ্ল্যাগ-অফ অনুষ্ঠান

ভারত সফরকারী ১০০ বাংলাদেশি ইয়ুথ ডেলিগেটদের নিয়ে ফ্ল্যাগ-অফ অনুষ্ঠান

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের আয়োজনে অনুষ্ঠিত হলো ১০০ সদস্যের বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের জন্য একটি ফ্ল্যাগ-অফ অনুষ্ঠান। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ আমন্ত্রিত অতিথি ও ডেলিগেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এই আয়োজনের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও টেলিভিশন ব্যক্তিত্ব জনাব আরিফিন শুভ।

ডেলিগেটদের দলটি আগামীকাল (১২ অক্টোবর) ভারতে আট দিনের সফরে যাবে। সপ্তাহব্যাপী এই সফরে তারা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের সাথে মিথস্ক্রিয়া করবেন। ডেলিগেটরা ভারতের গুরুত্ববাহী ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোও পরিদর্শন করবেন।

সফরটিকে বিশেষভাবে সাজানো হয়েছে, যাতে করে ডেলিগেটরা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০১২ সালে যাত্রা শুরু করে। এবছর বাংলাদেশ ইয়ুথ ডেলিগেটদের ভারত সফর আয়োজন হিসেবে ৮ম এবং ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রামের মতো শহরে এই প্রথম ডেলিগেট বাছাইয়ের জন্য অডিশন হয়েছে। ভারতীয় হাই কমিশন সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ার সময় অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা দেখে আনন্দিত।

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে এবছর বিভিন্ন স্তরের পেশার অংশগ্রহণকারীদের সংমিশ্রণ রয়েছে এবং এতে সমগ্র বাংলাদেশ থেকে আসা অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্ত রয়েছেন। ডেলিগেটদের মাঝে রয়েছেন সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলীসহ অন্যান্যরা।