মুদ্রার দুই পিঠই দেখেছি: সৌরভ 

সংগৃহীত ছবি

মুদ্রার দুই পিঠই দেখেছি: সৌরভ 

অনলাইন ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলি অধ্যায় শেষ। তার পরিবর্তে বিসিসিআইয়ের কর্তা হতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার রজার বিনি। গত কয়েক দিন ধরে ভারতীয় গণমাধ্যম এমন খবরই প্রচার করে আসছে।

সৌরভ নির্বাচন করার জন্য মনোনয়নপত্রই জমা দেননি।

ভেতরের খবর, বোর্ডের একাংশ সৌরভের কিছু কাজে অসন্তুষ্ট ছিল। যা আগে থেকেই টের পেয়েছিলেন ভারতের সাবেক এই তারকা ক্রিকেটার। তবে সবশেষ বোর্ড সভায় সরাসরি প্রত্যাখ্যাত হওয়ার পর নিভৃতে মুম্বাইয়ের বোর্ডের কার্যালয় ছেড়ে চলে আসেন সৌরভ।

সেই বিদায়ের পর বৃহস্পতিবার সৌরভের মুখ থেকে এ বিষয়ে প্রথম কিছু জানা গেল।

কলকাতায় এক অনুষ্ঠানে ভারতের সাবেক অধিনায়ক বোর্ডের দায়িত্ব ছাড়া নিয়ে বলেন, ‘আপনি সারা জীবন যেমন ক্রিকেট খেলবেন না, তেমনি সারা জীবন প্রশাসকও থাকতে পারবেন না। ক্রিকেটার ও প্রশাসক দুটিই ছিলাম। আমি মুদ্রার দুদিকই দেখেছি। ’

ভারত ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ধরা হয় সৌরভ গাঙ্গুলিকে। ক্রিকেটার হিসেবেও তার ছিল উজ্জ্বল ক্যারিয়ার। বিসিসিআইয়ের সভাপতির চেয়ার ছাড়ার পর সৌরভ নিজেও খেলোয়াড়ি জীবনটাকেই এগিয়ে রাখলেন ভালো-মন্দের পাল্লায়, ‘আমি ভারতের হয়ে খেলার পরে বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি হয়েছি। তারপর সেখান থেকে বিসিসিআই সভাপতি হয়েছি। ভবিষ্যতে আরও বড় কিছু করব। কিন্তু খেলোয়াড়ি জীবনের ১৫ বছর আমার জীবনের সব থেকে ভালো। ’

আরও বড় বলতে সৌরভ কি বুঝিয়েছেন? এমন প্রশ্নও উঠেছিল। আগে থেকে শোনা যাচ্ছিল, এবার বিশ্ব ক্রিকেট সংস্থার (আইসিসি) বড় কোনো দায়িত্ব নিতে পারেন সৌরভ। তবে ‘প্রিন্স অব কলকাতা’ পরিষ্কার করে কিছু বলেননি তিনি।

স্রেফ বললেন, ‘সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসাবে হয়তো আমার এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে। ’

news24bd.tv/সাব্বির

এই রকম আরও টপিক