শ্রীলঙ্কার দেয়া ১৫৩ রানের টার্গেটে ব্যাট করছে আমিরাত

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার দেয়া ১৫৩ রানের টার্গেটে ব্যাট করছে আমিরাত

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার দেয়া ১৫৩ রানের টার্গেটে ব্যাট করছে সংযুক্ত আরব আমিরাত।  ম্যাচ হারলে বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার। বাঁচা-মরার ম্যাচে শুরুটা বেশ ভালোই করেছিল এশিয়ার চ্যাম্পিয়নরা।  মিডল ওভারে কার্তিক মিয়াপ্পানের ঘূর্ণিতে কিছুটা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলেও পাথুম নিশাঙ্কার বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৫০ এর গন্ডি পেরিয়েছে দাসুন শানাকার দল।

২ ওভার শেষে আমিরাতের সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান। এর আগে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আমিরাত। প্রথমে ব্যট করতে নেমে শুরুটা দারুন হয়েছিলো শ্রীলঙ্কার।  পথুম নিসাঙ্কার ৬০ বলে ৭৪ রান, ধনঞ্জয়ার ২১ বলে ৩৩ ও কুশাল মেন্ডিস করেছেন ১৩ বলে ১৮ রান।

তবে এদিন বাকি কেউই ২ অঙ্কের  রানে পৌঁছাতে পারেননি।   

আমিরাতের পক্ষে কার্তিক মিয়াপ্পান নিয়েছেন ৩ উইকেট, আমিরাতের সবচেয়ে সাশ্রয়ী বোলিংও করেছেন তিনি। ৪ ওভারে ৪.৭৫ ইকোনোমিতে দিয়েছেন মাত্র ১৯ রান। জাহুর খানের শিকার ২ উইকেট।  

news24bd.tv/আজিজ