অচিরেই আপনার প্রতারণার স্বরূপ উন্মোচিত হবে: অনন্তকে ইরানি পরিচালক

সংগৃহীত ছবি

অচিরেই আপনার প্রতারণার স্বরূপ উন্মোচিত হবে: অনন্তকে ইরানি পরিচালক

অনলাইন ডেস্ক

গত ঈদুল আযহায় বাংলাদেশে মুক্তি পায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা 'দিন: দ্য ডে'। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা বলে প্রচার করে ঢাকাই সিনেমায় তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। তবে সিনেমা মুক্তির দেড় মাস পর পরিচালক মুর্তজা অতাশ জমজম বলেন, ভুয়া প্রচার করেছেন অনন্ত জলিল। ইরানি পরিচালকের ভাষ্যমতে, ২০১৮ সালের জুনে মুর্তজা ও জলিলের মধ্যকার চুক্তিপত্রে সিনেমার বাজেট নির্ধারণ করা হয়েছে ৫ লাখ মার্কিন ডলার; বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৪ কোটি টাকার কিছু বেশি।

বাংলাদেশ ছাড়াও 'দিন: দ্য ডে' সিনেমা গত সেপ্টেম্বরে মালয়েশিয়ায় মুক্তি পায়। ছবির মুক্তি উপলক্ষে জলিল ও বর্ষা সেখানে যান। এরই মধ্যে সিঙ্গাপুরেও ছবিটি মুক্তির ঘোষণা এসেছে। এই সবকিছু অনুমতি ছাড়াই হয়েছে বলে দাবি করেছেন 'দিন: দ্য ডে' সিনেমার পরিচালক ও অন্যতম প্রযোজক মুর্তজা অতাশ জমজম।

শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নিজের ক্ষোভের কথা জানান।

ক

মুর্তজা অতাশ জমজম বলেন, 'অচিরেই ইরানের আদালতে আপনার প্রতারণার স্বরূপ উন্মোচিত হবে এবং তারপর বাংলাদেশের বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে আমি আপনার কাছ থেকে আমার পাওনা আদায় করব। ' 

তিনি অভিযোগ করে লেখেন, 'আপনি বাংলাদেশের পর ছবিটির প্রযোজক ও পরিচালক হিসেবে আমার অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় মুক্তি দিয়েছেন এবং এখন আপনি এটি সিঙ্গাপুরে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। '

অনন্ত জলিলকে প্রিয় ভাই হিসেবে সম্বোধন করে মুর্তজা অতাশ জমজম বলেন, 'মিথ্যা মিথ্যার জন্ম দেয়। যারা আপনাকে প্ররোচিত করেছে প্রচারণার জন্য ১০ মিলিয়ন ডলার উল্লেখ করতে, তারাই আপনাকে এখন প্ররোচিত করছে চুক্তিপত্রটিকে অস্বীকার করতে, আপনার মাতৃভাষাকে অস্বীকার করতে, সভায় উপস্থিত সাক্ষীদের উপেক্ষা করতে, আপনার দেশের জাতীয় পতাকাকে অস্বীকার করতে, একসঙ্গে যে ডাল-ভাত খেয়েছি, তা অস্বীকার করতে। '

ল

সবশেষে জমজম বলেন, আদালতের আদেশ না হওয়া পর্যন্ত কোনো প্রতিষ্ঠানেরই ছবিটি প্রদর্শনের অনুমতি নেই এবং এখন থেকে এটি অপরাধ হিসেবে বিবেচিত হবে। '

এ প্রসঙ্গে এখনও অনন্ত জলিলের কোনো মন্তব্য জানা যায়নি।

news24bd.tv/রিমু