নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১১টি প্রতিষ্ঠান ভষ্মিভূত

সংগৃহীত ছবি

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১১টি প্রতিষ্ঠান ভষ্মিভূত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। আজ রোববার সকাল সাতটার দিকে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভষ্মিভূত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়েল্ডিং, মুদিদোকান, চা ও হোটেল, কম্পিউটার, মোবাইল, বস্ত্র, টেইলার্সসহ বিভিন্ন দোকান রয়েছে।  

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারীর উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  এতে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

news24bd.tv/কামরুল