রাজধানীতে দুই বাসের রেষারেষিতে নারীর মৃত্যু

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর বাংলামোটর এলাকায় দুই বাসের রেষারেষিতে এক নারী নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাধনা বেগম (৫০)। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাধনার ছোট ভাই সোবহান জানান, তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামে। সাধনার স্বামীর নাম খালেক মিয়া। এক ছেলে ও দুই মেয়েসহ পুরাতন ইস্কাটন গার্ডেনের একটি বাড়িতে থাকতেন। সেখানে এক চিকিৎসকের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন।

তিনি আরও জানান, বাসার বাজার করার জন্য তিনি রাতে বের হয়েছিলেন। বাজার করে ফেরার সময় রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। তখন দুই চালক রেষারেষি করে বাস চালিয়ে যাওয়ার সময় ধাক্কা লাগে তার বোনের শরীরে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) যোবাইন ফেরদৌস জানান, বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গলি সংলগ্ন মেইন রোডে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।  

news24bd.tv/কামরুল