নর্টজে বিষে পুড়ছে টাইগার ব্যাটাররা

সংগৃহীত ছবি

নর্টজে বিষে পুড়ছে টাইগার ব্যাটাররা

অনলাইন ডেস্ক

সাউথ আফ্রিকার ছুড়া বিশাল লক্ষের জবাবে শুরুটা ঠিকঠাকই করে বাংলাদেশ। কাগিসো রাবাদার প্রথম ওভারের শেষ দুই বলে পরপর ছক্কা হাঁকিয়ে ১৭ রান তুলেন সৌম্য সরকার। দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৬ রান। তবে এর পরপরই ফিরতে হয়েছে সৌম্যকে অ্যানরিচ নর্টজে মারতে গিয়ে ব্যাটার কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে।

৬ বলে ১৫ রান করে ফিরে যান তিনি। খানিক পর ওই ওভারেই শান্তও সঙ্গী হন তার। ৯ রানে থাকার সময় স্টাম্প ভেঙে যায় তার। এরপর ফিরে যান সাকিবও।
 এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার শেষে ৩ উইকেটে ৩৯ রান। উইকেটে আছেন আফিফ ও লিটন।

এর আগে চলতি বিশ্বকাপে রাইলি রোসোর প্রথম শতকে ভর করে রান পাহাড়ের চূড়ায় ওঠেছে প্রোটিয়ারা। এ দিন বাংলাদেশি বোলারদের কাউকেই গুনায় ধরেনি প্রোটিয়া ব্যাটার রাইলি রোসো ও ডি কক। আগ্রাসী মেজাজে যখন যেভাবে খুশি ব্যাট চালিয়েছেন কোনো সংকোচ না করেই। রানও এসেছে তাতে। চলতি বিশ্বকাপে রাইলি রোসোর প্রথম শতকে ভর করে রান পাহাড়ের চূড়ায় ওঠেছে প্রোটিয়ারা। বাংলাদেশের লক্ষ্য ২০৬ রান।

এদিন জয় পেতে মরিয়া হয়ে ওঠা সাউথ আফ্রিকা টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানায়। আগের ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও ম্যাচ পণ্ড হওয়ায় মনে হয়ত ক্ষোভ ছিল। সেই ক্ষোভের রোষানলে পুড়েছে বাংলাদেশি বোলারা। প্রথম ওভারে টেম্বা বাভুমাকে ফেরানোর পর ..ফেরানো যায়নি আর কাউকে।

দুজনের আগ্রাসী ব্যাটিং ভয় বাড়াচ্ছিল বাংলাদেশি বোলারদের মনে। কেউই যখন উইকেট পাচ্ছিলেন না দলীয় অধিনায়ক সাকিব আফিফের শরণাপন্ন হন। তাতেই ধরা দেয় সাফল্য। প্রোটিয়াদের বড় রানের ভিত গড়ে দিয়ে আউট হন ডি কক।

আউট হওয়ার আগে ৩৮ বলে ৩ ছয় ও ৭ চারে ৬৩ রান আসে তার ব্যাট থেকে। তার আগে ফিরতে পারতেন রোসোও। ৯০ রানে থাকা কালীন তাসকিনের বলে ক্যাচ তুলে দেন রোসো। তবে সহজ ক্যাচ লুফে নিতে পারেননি হাসান মাহমুদ। সুযোগ কাজে লাগিয়ে ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন রোসো।

ডি কক ফিরলেও চালকের আসনে থাকা প্রোটিয়াদের হাতেই ছিল ম্যাচের নিয়ন্ত্রণ। ডি ককের দেখানো পথ অনুসরণ করেছেন পরের ব্যাটাররা। তাতে প্রোটিয়াদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট খরচায় ২০৫ রান। দলকে রান পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া রোসোর ব্যাট থেকে এসেছে ৫৬ বলে ৮ ছয় ও ৭ চারে ১০৯ রান। সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন তিনি।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন আগের ম্যাচ জয়ের নায়ক তাসকিন। ৩ ওভার হাত ঘুরিয়ে ১ উইকেট খরচায় ৪৬ রান খরচ করেছেন তিনি।
৪ ওভারে ১ উইকেট খরচায় হাসানের খরচ ৩৬। ৩ ওভারে ২ উইকেট নেওয়া সাকিব দিয়েছেন ৩৩ রান।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক