নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছে পুলিশ।মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সংগীতশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ২ আসন থেকে লড়েন। আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর শেষ হাসি হাসতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হেরে যান মমতাজ বেগম। ২০০৯ সালে নবম জাতীয়...
মমতাজের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক

মমতাজের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছে পুলিশ। আজ মঙ্গলবার এই রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে। আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় মমতাজকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সংগীতশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ২ আসন থেকে লড়েন। আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর শেষ হাসি হাসতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হেরে যান মমতাজ...
‘কোকাকোলা ইসরায়েলি পণ্য নয়’: ডিএমপির সার্কুলার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
কোকোকোলা ইসরায়েলের পণ্য না বলে ডিমপি যে সার্কুলার প্রকাশ করে তার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন অধস্তন আদালতের আইনজীবী এস এম জুবায়ের। ব্রিফিংয়ে আইনজীবী মোকাররামুছ সাকলান বলেন, গত ১২ এপ্রিল অদ্ভুত এক সার্কুলার জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যেখানে লেখা হয়েছে, বিশেষ দৃষ্টি আকর্ষণ-পূর্বক জানানো যাচ্ছে যে, বিগত কয়েকদিন যাবত ইসরায়েলি পণ্য বর্জনের নামে দুষ্কৃতিকারীরা দেশের বিভিন্ন মহানগরী ও জেলায় কোকাকোলার বিপণন ব্যবস্থা, সংরক্ষণের কাজে ব্যবহৃত ফ্রিজ (Cooler), আউটলেট, ডিস্ট্রিবিউশন ভ্যানে ভাঙচুর করেছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে বাজারজাত করা কোকো-কোলা কোনো ইসরায়েলি পণ্য নয়। বাংলাদেশে কোকা-কোলার উৎপাদন, সরবরাহ ও বিপণন এর মূল প্রতিষ্ঠান তুর্কিশ বেভারেজ কোম্পানি...
ডা. জুবাইদা রহমানকে আপিলের অনুমতি
নিজস্ব প্রতিবেদক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ডের বিরুদ্ধে আপিল আবেদন করার অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতির মামলায় ডা. জুবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করে আপিল করার অনুমতি দিয়েছেন বলে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে জানিয়েছেন। এর আগে ২০২৩ সালের ২ আগস্ট ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই ধারায় ৯ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। ওই দিন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেন। আইনের দৃষ্টিতে পলাতক দুই আসামিকে গ্রেপ্তারি পরোয়ানা না জারিরও আদেশ দেন তিনি। একই সঙ্গে আদালত তারেকের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর