জলবায়ু চুক্তি ছাড়া আমরা ধ্বংস হয়ে যাবো: জাতিসংঘ মহাসচিব
জলবায়ু চুক্তি ছাড়া আমরা ধ্বংস হয়ে যাবো: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (ছবি: সংগৃহীত)

জলবায়ু চুক্তি ছাড়া আমরা ধ্বংস হয়ে যাবো: জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক

জলবায়ু পরিবর্তন নিয়ে ফের সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘ধনী দেশগুলোকে অবশ্যই জলবায়ু নিয়ে দরিদ্রদের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করতে হবে। না হয় আমরা ধ্বংস হয়ে যাবো। ’

আগামীকাল অর্থাৎ রোববার থেকে মিশরে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন কপ-২৭।

এর ঠিক আগ মুহূর্তেই সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এমনকি এই সম্মেলনটি এক দশকের মধ্যে সবচেয়ে কঠিন হবে বলে স্বীকার করেছে স্বাগতিক দেশটি।

কপ-২৭ সম্মেলনের আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন গুতেরেস। সেখানে তিনি বলেন, ‘আমরা একটি বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে পারি না।

যদি দুজন (উন্নত এবং উন্নয়নশীল বিশ্ব) একটি ঐতিহাসিক চুক্তি স্থাপন করতে সক্ষম না হয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো। ’

গার্ডিয়ান বলছে, উন্নত দেশগুলো গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে ব্যর্থ হয়েছে। এর ফল ভোগ করছে দরিদ্র দেশগুলো। বৈরি আবহাওয়া মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ সরবরাহ করতে পারছে না দরিদ্র দেশগুলো।  ২০০৯ সালে ধনী দেশগুলো বলেছিল, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০২০ সালের মধ্যে দরিদ্র দেশগুলোকে বার্ষিক ১০০ বিলিয়ন ডলার করে সহায়তা দেওয়া হবে। তবে এমনটি করা হয়নি।  

গুতেরেস বলেন, ‘জলবায়ু বৈষম্য দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস নির্গমন করছে ধনী বিশ্ব। তবে এর প্রভাবের ধাক্কা বহন করছে দরিদ্র দেশগুলো। এবারের আলোচনায় এটিই সবচেয়ে বড় সমস্যা। ’

তিনি আরও বলেন, ‘জলবায়ু বিষয়ে বর্তমান যে নীতি রয়েছে তা গোটা বিশ্বের জন্য একবারেই বিপর্যয়কর। সত্য হলো আমরা এই পরিস্থিতি পরিবর্তন করতে সক্ষম হবো না যদি উন্নত ও উদীয়মান অর্থনীতির মধ্যে একটি চুক্তি না হয়। ’

সাক্ষাৎকার কিছু মহলের সমালোচনা করেছে গুতেরেস। এমনকি তিনি সম্মিলিত আত্মহত্যা, হত্যাকাণ্ড ও কোড রেড শব্দ ব্যবহার করেছেন।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও চীনের চীনকে তাদের ভাঙা সম্পর্ক পুনর্গঠনের আহ্বান জানান। গুতেরেস বলেন, ‘জলবায়ুর জন্য এ দুদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ। তাদের সম্পর্কের উন্নয়ন দরকার। দুটি দেশ এক সঙ্গে কাজ না করলে অবস্থা আরও খারাপ হবে। ’

news24bd.tv/মামুন