‘সুপার স্পেশালাইডজ হাসপাতালে রোবটিক সার্জারি চালু হবে’
‘সুপার স্পেশালাইডজ হাসপাতালে রোবটিক সার্জারি চালু হবে’

সংগৃহীত ছবি

‘সুপার স্পেশালাইডজ হাসপাতালে রোবটিক সার্জারি চালু হবে’

জীবনের জন্য স্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর ঠিক না থাকলে চাকরি, ব্যবসা-বাণিজ্য, বিবাহ সহ নানা বিষয়ে বাধার সম্মুখীন হতে হয়। তবে সুন্দর কন্ঠস্বর সহজে মানুষকে বিমুগ্ধ করে। সুন্দর কন্ঠ দিয়ে মানুষের মন সহজেই জয় করা যায়।

বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ ধ্বনি একটি স্বাধীন দেশ গঠনে বিরাট অবদান রেখেছিলো। তাই স্বরযন্ত্রের রোগ নিরাময় ও সমস্যাসমূহ দূরীকরণের লক্ষ্যে আধুনিক কলাকৌশল রপ্ত করার সাথে সাথে সর্বশেষ প্রযুক্তিসমৃদ্ধ জ্ঞান ও চিকিৎসেবা নিশ্চিত করা জরুরি।  

শনিবার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে আয়োজিত ‘পঞ্চম জাতীয় ল্যারিংগোলজি কনফারেন্স ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ল্যারিংগোলোজি এন্ড ভয়েস এসোসিয়েশন অব বাংলাদেশ এবং বিএসএমএমইউর নাক-কান-গলা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. এসএম খোরশেদ আলম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যারিংগোলোজি এ্ন্ড ভয়েস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।

স্বাগত বক্তব্য রাখেন, বিএসএমএমইউ-র নাক-কান-গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো.  আজহারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চু। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. শেখ হাসানুর রহমান বাবর। অনুষ্ঠানে ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকগণ অংশ নিয়েছেন বলে জানা গেছে।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বরযন্ত্রের সব ধরণের সমস্যা ও রোগের উন্নত চিকিৎসাসেবা রয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে রোবটিক সার্জারি চালুর কার্যক্রম চলমান রয়েছে। সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগীদের সুবিধার্থে ও বিশেষ বিশেষ সার্জারি এবং বিশেষ বিশেষ উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই হাসপাতালের দরজা উন্মুক্ত রাখা হবে। সেখানে দেশী বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকগণ, অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞ শিক্ষকগণকেও কাজে লাগানো হবে। ক্যাডাভেরিক বা মরনোত্তর ট্রান্সপ্ল্যান্টও যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করা হবে।  

news24bd.tv/desk