পাকিস্তানকে হুমকি মনে করছে নিউজিল্যান্ড

পাকিস্তানকে হুমকি মনে করছে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হারার পর কয়জনেই ভেবেছিল টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে পাকিস্তান। খোদ পাকিস্তানি সমর্থকদের কাছে সেমিফাইনাল তখন দিবাস্বপ্ন। কিন্তু পাকিস্তান ঘুরে দাঁড়ায়। ভাগ্যও সহায় হয় তাদের।

দলটি উঠে যায় সেমিফাইনালে। দলটি খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ চারে উঠলেও নিউজিল্যান্ড সতর্ক বাবর-রিজওয়ানদের নিয়ে।

আগামী বুধবার টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে নামার আগে কিউই পেসার টিম সাউদি জানিয়েছেন, পাকিস্তান যেভাবেই সেমিতে আসুক, তাদের হালকাভাবে নিচ্ছে না কিউইরা।

তিনি এও জানিয়েছেন, নিউজিল্যান্ড পাকিস্তানকে বড় হুমকিই মনে করছে।

সাউদি বলেছেন, ‘শেষ চারে জায়গা করে নেওয়া সব দলেরই শিরোপা জেতার সুযোগ থাকে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে আমরা অনেক খেলেছি এবং আমরা জানি, তারা খুবই ভয়ানক দল। কৃতিত্ব তাদের দিতে হবে। তারা সম্ভবত এটা ভেবে নিয়েছিল যে, তাদের খুব বেশি সুযোগ নেই। কিন্তু তারা আরেকটি ভালো পারফরম্যান্স করেছে। সেমিফাইনালে তারা ‍আমাদের জন্য বিশাল এক হুমকি। ’

গত বছর টি২০ বিশ্বকাপে অল্পের জন্য শিরোপা ছোঁয়া হয়নি নিউজিল্যান্ডের। ফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এবার সেই অস্ট্রেলিয়া বাদ পড়েছে সুপার টুয়েলভ থেকেই। স্বাগতিকরা বাদ পড়ায় নিউজিল্যান্ড সমর্থকরা নতুন করে দেখছে শিরোপা স্বপ্ন। তবে সাউদি আপাতত মনোযোগ রাখছেন শুধুমাত্র পাকিস্তান ম্যাচের দিকেই, ‘(ফাইনালে) যাওয়ার আগে আমাদের এখনও অনেক ক্রিকেট খেলতে হবে। পাকিস্তান মানসম্মত একটি দল এবং তাদেরকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে আমাদের। ’

সাউদির কাছে সেমিফাইনাল মানেই রোমাঞ্চকর ম্যাচ। তিনি জানালেন, সেই রোমাঞ্চের লড়াইয়ে ভালো পারফর্ম করতে মরিয়া হয়ে আছে তার দল। এই পেসার বলেন, ‘সেমিফাইনাল রোমাঞ্চকর ম্যাচ। এই ম্যাচের জন্য আপনি উন্মুখ থাকবেন, শেষ দুই ম্যাচে লড়াই করতে চাইবেন। আশা করি আমরা যেভাবে খেলছি সেভাবেই চালিয়ে যেতে পারব এবং সেমিতে আরেকটি ভালো পারফরম্যান্স করতে পারব। ’

news24bd.tv/সাব্বির