মিরপুর রুটের সব বাসে কাল থেকে ই-টিকিট চালু

সংগৃহীত ছবি

মিরপুর রুটের সব বাসে কাল থেকে ই-টিকিট চালু

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর এলাকার ৩০টি কোম্পানি তথা মিরপুরের সব বাসে আগামীকাল রোববার (১৩ নভেম্বর) থেকে ই-টিকিট চালু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ এ তথ্য জানান।  

এছাড়া আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা শহরে ও ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও ঢাকা সংলগ্ন শহরতলীতে সব বাসে ই-টিকিটিং সেবা চালু করা হবে।  

এনায়েত উল্যাহ বলেন, ‘কোনো কোম্পানির ই-টিকিটিংয়ের নিয়ম না মানার কোনো সুযোগ নেই।

গাড়িতে ড্রাইভার- হেলপারের পাশাপাশি ইটিকিটিংয়ের জন্য আরেকজনকে নিয়োগ দেওয়া হবে। বন্ধ হবে অতিরিক্ত ভাড়া আদায়। এছাড়া যাত্রীদের যেকোনো অভিযোগ এবং সমস্যা সমাধানে একটি মনিটরিং সেল করা হবে। ’

অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য থেকে যাত্রীদের মুক্তির বার্তা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু রয়েছে।


news24bd.tv/ইস্রাফিল