বসুন্ধরার দুই প্রতিষ্ঠানকে সম্মাননা দিল মোংলা বন্দর কর্তৃপক্ষ

বসুন্ধরার দুই প্রতিষ্ঠানকে সম্মাননা

বসুন্ধরার দুই প্রতিষ্ঠানকে সম্মাননা দিল মোংলা বন্দর কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক

বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে বিগত অর্থ বছরে সর্বোচ্চ বন্দর ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এতে ভিন্ন দুই ক্যাটাগরিতে সর্বোচ্চ ব্যবহারকারী হিসাবে পুরস্কৃত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান।

এ দুটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট হস্তান্তর করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

গ  

পুরস্কার গ্রহণ করছেন বিভাগীয় প্রধান (হিসাব) মো. রবিউল ইসলাম

এ আয়োজনে ‘সর্বোচ্চ সাধারণ পণ্য আমদানিকারক’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড। এছাড়া বসুন্ধরা শিপিং লিমিটেড ‘সর্বোচ্চ সাধারণ পণ্যবাহী জাহাজ আনয়নকারী শিপিং এজেন্ট’ ক্যাটাগরিতে সম্মাননা পায়।

জ  

বসুন্ধরা শিপিং লিমিটেডের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহন করছেন ব্যবস্থাপক (অপারেশন) মো. জাহাঙ্গীর আলম

বসুন্ধরার এ দুটি প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির বিভাগীয় প্রধান (হিসাব) মো. রবিউল ইসলাম এবং ব্যবস্থাপক (অপারেশন) মো. জাহাঙ্গীর আলম।  

এই রকম আরও টপিক