ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সংগৃহীত ছবি

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতীর উপজেলার এলেঙ্গা-ময়মনসিংহ সড়কের রাজাবাড়ী ক্রসিংয়ে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক বন্ধ থাকায় যানবাহনগুলো আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে।

এতে ভোগান্তিতে পড়েছেন রেল ও সড়কের অসংখ্য যাত্রী।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার সোহেল খান। তিনি বলেন, ‘মালবাহী এনজিবিসি ব্লক রেলটি বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকা দিকে যাচ্ছিল। পথে রাজাবাড়ী ক্রসিংয়ে লাইনচ্যুত হয়।

বিষয়টি প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। তারা এসে মেরামত করার পর রেল চলাচল স্বাভাবিক হবে। ’

রেলের প্রকৌশল বিভাগে কর্মরত নুরুজ্জামান মিয়া গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যাতে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ’ এদিকে, মালবাহী রেলটি লাইনচ্যুত হওয়ায় টাঙ্গাইল-ময়মনসিংহ ও টাঙ্গাইল জামালপুর সড়কের যান চলাচলে বিঘ্ন হচ্ছে। চালকরা এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক সড়কের পালিমা হয়ে যাতায়াত করছে।

news24bd.tv/ইস্রাফিল