বিএনপির রাষ্ট্র মেরামতের ঘোষণা ভাঁওতাবাজি : পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

বিএনপির রাষ্ট্র মেরামতের ঘোষণা ভাঁওতাবাজি : পররাষ্ট্রমন্ত্রী

তাসলিমুল তওহিদ

বিএনপির রাষ্ট্র মেরামতের ঘোষণা ভাঁওতাবাজি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার দুপুরে ইস্কাটনে বিস- এর এক গবেষণা সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না।

মোমেন বলেন, ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির শাসনামলে দেশে হত্যা, গুম, খুন হয়েছে। তখন ৬৩ জেলায় বোমা হামলা হয়েছে। অপারেশন ক্লিনহার্টের নামে ৫৫ জন মানুষ মারা হয়েছে। একজন রাষ্ট্রদূতের ওপর বোমা হামলা হয়, তিনি তখন প্রাণে বাঁচলেও অনেকেই মারা যান।

সে কারণে বিএনপির মুখে মানবাধিকার একটি ভাঁওতাবাজি। এটা আমাদের কাছে হাসির খোরাক ছাড়া আর কিছু নয়।

এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের শাহীনবাগের ঘটনায় বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন প্রভাব ফেলবে না।

news24bd.tv/রিমু