বিএসএমএমইউতে করোনার চতুর্থ ডোজ টিকা প্রদান উদ্বোধন

বিএসএমএমইউতে করোনার চতুর্থ ডোজ টিকা প্রদান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের দ্বিতীয় বুস্টার ডোজ বা চতুর্থ ডোজ টিকার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পরিবাগে বিশ্ববিদ্যালয় ভ্যাকসিন সেন্টারে এ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবেলায় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।

করোনা প্রতিরোধ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় প্রথম এবং সারাবিশ্বে বাংলাদেশের অবস্থান ২৬তম। আমরা একদিনে ১ কোটি ২০ লক্ষ লোককে ভ্যাকসিন দেবার সক্ষমতা অর্জন করেছি। এজন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থেই ভ্যাকসিন হিরো।

এসময় বিএসএমএমইউ'র কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, আনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ্, সুপার স্পেশালাইজড হাসপাতাল ফেস-২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুব, পরিচালক (হাসপাতাল) বি. জে. ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ উপস্থিত ছিলেন।

news24bd.tv/FA