দেশে করোনা সংক্রমণ কমেছে, শনাক্ত ৮

দেশে করোনা সংক্রমণ কমেছে, শনাক্ত ৮

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ অনেক কমে এসেছে। কিছু দিন থেকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আটজনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৮ জনে অপরিবর্তি রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ২৭ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬৮ জন রোগী।
এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৭ হাজার ১৫৮ জন।  এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৭৮৫ জনে।

এর আগের দিন বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

এই রকম আরও টপিক