ইভিএমে ধীরগতির কারণে ভোট দিতে না পারলে ব্যবস্থা নেবে ইসি

সংগৃহীত ছবি

ইভিএমে ধীরগতির কারণে ভোট দিতে না পারলে ব্যবস্থা নেবে ইসি

অনলাইন ডেস্ক

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে। জাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ অনেকে ইভিএমে ত্রুটির কারণে ভোট গ্রহণে বিলম্বের অভিযোগ করেছেন। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ইভিএমের ত্রুটির কারণে কেউ যদি ভোট দিতে না পারে, তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। ’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

সিইসি বলেন, ‘এখনো পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। ’ 

ইভিএমের ধীরগতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগে আমরা পাইনি। যদি কোনো ভোটার ইভিএমের ধীরগতির কারণে ভোট দিতে না পরে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সকাল থেকেই পর্যবেক্ষণ চলছে। ’

আরও পড়ুন...উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে: আ.লীগ প্রার্থী

এদিকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। রংপুরের মানুষ আর ভুল করবে না। জনগণের মার্কা নৌকা মার্কা, সরকারর মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। ’ 

অপরদিকে নির্বাচনে ইভিএমে ত্রুটির কারণে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, ‘ভোট দিতে গিয়ে দেখি ইভিএম মেশিন হ্যাং হয়েছে। কাজ করছে না। এভাবে ইভিএম মেশিন ডিস্টার্ব করলে ভোট প্রদান বিলম্বিত হবে। ভোট প্রশ্নবিদ্ধ হবে। আমরা বারবার কিন্তু এই কথাটা নির্বাচন কমিশনকে বলেছি, যেন মেশিনগুলো ত্রুটিযুক্ত না থাকে। ’ 

মোস্তাফিজার রহমান বলেন, ‘আমার যে বুথ সেখানে হ্যাং হয়ে আছে। এখন টেকনিশিয়ান ডাকছে। আমি একজন প্রার্থী, ইভিএম ঠিক হবে তারপর আমার ভোট দিতে হবে। এভাবে চলতে থাকলে ইভিএমের প্রতি বিরোধীদলসহ অন্যদেরর যে অনাস্থা বা অভিযোগ উঠছে, তা আরও বেশি যৌক্তিকতা পাবে। ’

আরও পড়ুন... ইভিএমে ত্রুটি, ভোট দিতে না পারার অভিযোগ জাপা প্রার্থীর

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটাদের লম্বা লাইন লক্ষ করা যাচ্ছে। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমে জটিলতার অভিযোগ পাওয়া যাচ্ছে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট প্রার্থী ২৫১ জন। এদের মধ্যে ৯ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১১টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (বর্তমান মেয়র), আওয়ামী লীগের বিদ্রোহী লতিফুর রহমান মিলন (দল থেকে বহিষ্কৃত), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, জাসদের শফিউর রহমান, জাকের পার্টির আশরাফুল ইসলাম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান, খেলাফতে মজলিসের তৌহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি।

এই নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ বাকি দুই লাখ ১৪ হাজার ৪৬৯ জন নারী ভোটার। ভোট কেন্দ্রের সংখ্যা ২২৯টি। মোট ওয়ার্ড ৩৩টি। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।

রংপুর সিটি করপোরেশন গঠনের পর ২০১২ সালে প্রথম নির্বাচন হয়। এই সিটির প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন শরফুদ্দিন আহমেদ ঝন্টু। ২০১৭ সালে দ্বিতীয় নির্বাচনে মোস্তাফিজার রহমান মোস্তফা দ্বিতীয় মেয়র নির্বাচিত হন। এবার এই সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন হচ্ছে।
news24bd.tv/ইস্রাফিল