ভারত সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (সাবেক টুইটার)-কে ৮ হাজারেরও বেশি অ্যাকাউন্ট ভারতে ব্লক করার নির্দেশ দিয়েছে। কোম্পানিটির গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিম এক বিবৃতিতে জানিয়েছে, এই নির্দেশনা মানা না হলে X-এর স্থানীয় কর্মীদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা এবং কারাদণ্ডসহ আইনি ব্যবস্থা নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। X জানায়, এই ব্লকিং নির্দেশনায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং পরিচিত ব্যবহারকারীদের অ্যাকাউন্টও রয়েছে। সংস্থাটি আরও জানায়, তারা এই আদেশে কোনো সুনির্দিষ্ট যুক্তি বা প্রমাণ খুঁজে পায়নি। তবে ভারত সরকারের আইনি নির্দেশনা পালনের বাধ্যবাধকতা থাকায়, শুধুমাত্র ভারতের ভেতরে নির্দিষ্ট অ্যাকাউন্টগুলোর প্রবেশাধিকার সীমিত রাখা হচ্ছে। X এক বিবৃতিতে বলেছে, আমরা ভারত সরকারের দাবির সাথে একমত নই। পুরো অ্যাকাউন্ট ব্লক করার সিদ্ধান্ত...
৮ হাজার অ্যাকাউন্ট ব্লক করতে X-কে ভারতের আদেশ, না মানলে জরিমানা
অনলাইন ডেস্ক

এবার পাকিস্তানের লাহোরে ভারতের হামলা
অনলাইন ডেস্ক

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তান থেকে ভারতের জম্মু বিমানবন্দর লক্ষ্য করে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন ছোড়া হয় বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ, বিশেষ করে এস-৪০০ সিস্টেম, এসব হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, একটি ড্রোন জম্মু বিমানবন্দরে আঘাত হানে, তবে রাজস্থানের জয়সালমের ও পাঞ্জাবের পাঠানকোটে ছোড়া ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়। এই হামলার প্রতিক্রিয়ায় ভারত কাইনেটিক ও নন-কাইনেটিক সামরিক ক্ষমতা প্রয়োগ করে লাহোরে পাল্টা হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। জম্মু, পাঠানকোট ও উদমপুরসহ কয়েকটি সামরিক ঘাঁটি...
পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট
প্রথম আমেরিকান পোপ নির্বাচিত, যিনি পোপ লিও চতুর্দশ নামে পরিচিত হবেন।
অনলাইন ডেস্ক

ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া উঠে এসেছে, যা রোমান ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচনের ইঙ্গিত দেয়। কার্ডিনালরা গোপন ভোটের মাধ্যমে দ্বিতীয় দিনেই নতুন পোপ নির্বাচনে সফল হয়েছেন। আমেরিকান কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট নতুন পোপ নির্বাচিত হয়েছেন। তিনি পোপ লিও চতুর্দশ (Leo XIV) নামে দায়িত্ব গ্রহণ করেছেন। ১ দশমিক ৪ বিলিয়ন অনুসারীর ক্যাথলিক গির্জার এটি ২৬৭তম পোপ নির্বাচন। বৃহস্পতিবার (০৮ মে) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্ট পিটার্স বাসিলিকার ঘণ্টা বেজে উঠে এই ঐতিহাসিক ঘোষণাকে নিশ্চিত করেছে। প্রাচীন প্রথা অনুযায়ী, ক্যাথলিক চার্চের কার্ডিনালরা গোপন সমাবেশে মিলিত হয়ে...
ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান
অনলাইন ডেস্ক

অধিকৃত জম্মু ও কাশ্মীর ঘিরে ভারতীয় সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত ক্ষেপণাস্ত্র হামলার খবরকে মিথ্যা ও বানোয়াট বলে তা নাকচ করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ এই বক্তব্য প্রকাশ করে জানিয়েছে, ভারত এই ধরনের খবর ছড়িয়ে একটি ভ্রান্ত ও কৃত্রিম যুদ্ধাবস্থা সৃষ্টি করতে চাইছে। খবর ডনের এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানায়, জম্মু অঞ্চলের সাতওয়ারী, সাম্বা, আরএস পুরা এবং আর্নিয়ায় পাকিস্তান থেকে ছোড়া অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ভারত সফলভাবে প্রতিহত করেছে। একইসঙ্গে, দ্য ওয়্যার-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, জম্মু ও পার্শ্ববর্তী এলাকায় জোরালো বিস্ফোরণ এবং বিমান হামলার সাইরেন আতঙ্ক সৃষ্টি করেছে, এমনকি কিছু বাসিন্দা আকাশে লাল-গরম বস্তুর ভিডিওও রেকর্ড করেছেন বলে দাবি করা হয়। তবে পাকিস্তানি নিরাপত্তা সূত্র দাবি করেছে, এসব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর