খিলক্ষেতে বহুতল ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি

খিলক্ষেতে বহুতল ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানীর খিলক্ষেতে সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী হোস্টেলের নবম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫মিনিটের দিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী হোস্টেলের ১৪ তলা ভবনের নবম তলায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। এ সময় হোস্টেলের শিক্ষাথীদের নিরাপদে সরিয়ে নেয় পুলিশ।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ ১৪ তলা ভবনটির নবম তলায় আগুন লাগে।

ওই ভবনটি মূলত মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো। এখানে প্রায় ১০০ জন ছাত্রী ছিলেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় ৬ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়। বাকিরা নিজ উদ্যোগেই নেমে আসেন বলে জানা গেছে। আগুন আর কোনো ফ্লোরে ছড়ায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

news24bd.tv/হারুন