প্রতিষ্ঠাবার্ষিকীতে পতাকা নেওয়া নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ

প্রতিষ্ঠাবার্ষিকীতে পতাকা নেওয়া নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ

নোয়াখালী প্রতিনিধি

আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন নোয়াখালীতে জেলা ছাত্রলীগ নেতা ও জেলা সাধারণ সম্পাদক প্রার্থী তোফাজ্জল হোসেন রনির (২২)। গুরুতর অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মাইজদী প্রধান সড়কের গণপূর্তের উত্তর পার্শ্বে। এদিকে সেনবাগে দুই গ্রুফে সংঘর্ষে তিনজন আহত হয়েছে।

এ ঘটনায় জেলা যুবলীগ আহবায়ক ইমন ভট্ট সহ ছাত্রলীগ কর্মীরা এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

জানা যায়, বুধবার দুপুর পোনে ১২টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী চলাকালে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডা হয়। আহত ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন রনি সাবেক সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

অপরদিকে সেনবাগে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পতাকা হাতে নেওয়া নিয়ে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অন্তত তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক পুলিশ ও ছাত্রলীগ নেতারা আহতদের ঠিকানা জানাতে পারেনি।

সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বলেন, র‌্যালিতে জুনিয়রদের মধ্যে তর্কবিতর্ক নিয়ে ভুল বোঝাবুঝির জের ধরে হাতাহাতি হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।