সিংড়ায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপন

সিংড়ায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপন

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া পৌরসভার বালুভরা ৫০ একর ফসলি জমিতে চলিত অর্থবছরে হাইব্রিড জাতের বোরো ধান চাষের প্রকল্প নিয়েছে জেলা কৃষি বিভাগ। বুধবার (৪ জানুয়ারি) সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলসভাবে কাজ করছে। এর অংশ হিসেবে ২০২২-২৩ অর্থবছরের বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলা কৃষি বিভাগ সিংড়া পৌরসবভার ৫০ জন প্রান্তিক কৃষককে উদ্বুদ্ধ করে আধুনিক পদ্ধতিতে হাইব্রিড জাতের বোরো ধান চাষের প্রকল্প নিয়েছে।

কৃষকদের মাঝে ইউরিয়া ৪ হাজার ৫০০ কেজি, ডিএপি তিন হাজার কেজি, এমওপি ২ হজার ৫০০ কেজি ও ১ মাসে আগে বীজ বোপণের জন্য হাইব্রিড ধানের বীজ ৩০০ কেজি প্রদান করা হয়। প্রায় ২৪০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ কাজ করছে। এতে সরকারের প্রায় ১৩ লাখ টাকা ব্যয় হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, নাটোর কৃষি প্রকৌশলী মাহাবুর রহমান, সিংড়া উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা, অতিরিক্ত কৃষি অফিসার খন্দকার ফরিদ, ৭নং ওয়ার্ড কমিশনার মো. সোহাগ, সিংড়া মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মাহিদুল ইসলাম মানিক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ এখন ডিজিটাল বাংলাদেশ। দেশ এগিয়ে যাচ্ছে, তাই আমাদেরকেও কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খুব দ্রুত সময়ে ধানের চারা রোপন করা সম্ভব। তাছাড়াও খরচ এবং লোকবলের প্রয়োজনও অনেক কম। আর এই পদ্ধতিতে ধান রোপন করলে ধানের ফলনও অনেক ভালো হয়।

news24bd.tv/কামরুল