আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি না করতে নির্দেশনা

সংগৃহীত ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়

আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি না করতে নির্দেশনা

অনলাইন ডেস্ক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি না করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশের কপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুকের নিকট পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি প্রদত্ত রায়ে সব বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নির্দেশনা অনুযায়ী এলএলবি প্রোগ্রামে সেমিস্টারপ্রতি ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি নেই।

এ জন্য আদালত কর্তৃক নতুন কোনো আদেশ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তির আইনগত সুযোগ নেই।