ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৮ জন গবেষক ডক্টর অব ফিলসফি (পিএইচডি), ১৪ জন মাস্টার অব ফিলসফি (এমফিল) ও ৩ জন ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন। গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন। পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে তারেক বিন আতিক, ফিন্যান্স বিভাগের অধীনে ফারহানা ইয়াসমীন লিজা, সংগীত বিভাগের অধীনে ছন্দা চক্রবর্ত্তী, রসায়ন বিভাগের অধীনে এ বি এম ফয়সল, মৎস্যবিজ্ঞান বিভাগের অধীনে শেখ ফারজানা ইসলাম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধীনে বাঁধন সাহা, শিল্পকলার ইতিহাস বিভাগের অধীনে মোহাম্মদ ফেরদাউস খান শাওন, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে আইরিন সুলতানা, বাংলা বিভাগের অধীনে রাখী রানী, জিন...
ঢাবি থেকে ১৮ জনের পিএইচডি ও ১৪ জনের এমফিল ডিগ্রি অর্জন
অনলাইন ডেস্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষকের পদত্যাগ
অনলাইন ডেস্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রশাসনিক পদ থেকে চার শিক্ষক পদত্যাগ করেছেন। উপাচার্য বিরোধী ছাত্র-শিক্ষক আন্দোলনের মধ্যে মঙ্গলবার তারা অতিরিক্ত দায়িত্ব থেকে উপাচার্যের কাছে পদত্যাগ করেন। তারা প্রত্যেকেই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। প্রত্যেকের পদত্যাগপত্র গণমাধ্যমের কাছে রক্ষিত আছে। তারা হলেন সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, গেস্ট হাউসের পরিচালক এবং শেরেবাংলা হলের আবাসিক শিক্ষকের দায়িত্বে থাকা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা। শেরেবাংলা হলের আবাসিক শিক্ষকের দায়িত্বে থাকা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রহমান। আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোহেল চৌধুরী। এ ব্যাপারে...
উপাচার্য অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশনে
নিজস্ব প্রতিবেদক
কুয়েটের ভিসির পদত্যাগের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১২ মে) রাত ১১টা থেকে আমরণ অনশনে বসেন তারা। প্রায় ১১ ঘণ্টা অতিবাহিত হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাননি। সোমবার রাত সাড়ে ৯টায় চলমান প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জন কর্মসূচির মধ্য দিয়ে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। রাত ১১টায় নানা স্লোগানের প্ল্যাকার্ড হাতে নিয়ে অনশনে বসেন তারা। অনশনে বসা শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে মামলা ও জিডি করেছেন। তিনি ভিসি থাকার সকল নৈতিকতা হারিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের এক দফা...
নটরডেম কলেজের আরেক শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার নটরডেম কলেজের ভবনে থেকে পড়ে ধ্রুব ব্রুতদাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার রেশ না কাটতেই আরেক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার কলেজটির একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার মো. আরাফাত রহমান (১৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে জসীমউদ্দীন রোডের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আটতলা ওই ভবনটির দ্বিতীয়তলার একটি ফ্ল্যাটে আরাফাত এবং তার দুই সহপাঠী থাকতেন। আরাফাতের রুমমেট মো. রিমন চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে আরাফাতের রুম বন্ধ দেখে ডেকেছিলাম, কিন্তু সে সাড়া দেয়নি। কিছু সময় পর আবারও ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে কেয়ারটেকারের সহযোগিতায় দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, সেখান থেকে...