টানা চতুর্থ জয় বসুন্ধরার

সংগৃহীত ছবি

টানা চতুর্থ জয় বসুন্ধরার

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান তারকা ডোরিয়েলটনের জোড়া গোলে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে ৩-১ হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার (০৬ জানুয়ারি) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ডোরিয়েলটন ছাড়া বসুন্ধরার হয়ে একটি গোল করেন মতিন মিয়া। মুক্তিযোদ্ধার হয়ে একটি গোল করেন সেলেমানি ল্যান্ড্রি।

ম্যাচের শুরু থেকেই বসুন্ধরা আক্রমনাত্মক খেললেও রক্ষণাত্মক খেলে মুক্তিযোদ্ধা।

তবে পাল্টা-আক্রমণে সুযোগ পেয়েই বসুন্ধরার জালে বল জড়ায় মুক্তিযোদ্ধা। ম্যাচের ৯ মিনিটে সেলেমানি লিড এনে দলকে।

গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে তারকায় ঠাঁসা দল বসুন্ধরা। অনেক চেষ্টার পর ম্যাচের ৩৫ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডোরিয়েলটনের গোলে সমতায় ফেরে বসুন্ধরা।

বিরতিতে যাওয়ার আগে তিনি আরও একবার সমর্থকদের গোল উৎসবে মাতান। ২-১ গোলের লিড নিয়ে প্রথমার্ধে মাঠ ছাড়ে বসুন্ধরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য রক্ষণাত্মক কৌশল ছেড়ে আক্রমণে ধার বাড়ায় মুক্তিযোদ্ধা। কিন্তু একের পর এক সুযোগ মিসের মহরায় গোল বঞ্চিত থাকতে হয় তাদের। উল্টো নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে মতিন মিয়া তাদের জালে বল জড়িয়ে বসুন্ধরাকে ৩-১ গোলের লিড এনে দেন। শেষ সময়ে আর ব্যবধান কমাতে পারেনি মুক্তিযোদ্ধার ফুটবলাররা। জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

টানা ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে সবকটি ম্যাচ হেরে তলানিতে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।

এদিকে দিনের আরেক ম্যাচে মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে শেখ জামাল। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পাঁচে মোহামেডান।  ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে শেখ রাসেল। ২ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে আটে আছে চট্টগ্রাম আবাহনী।
news24bd.tv/আলী