ফাইনালের আগে সাক্ষাৎ হচ্ছে না নাদাল-জকোভিচের 

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ান ওপেন 

ফাইনালের আগে সাক্ষাৎ হচ্ছে না নাদাল-জকোভিচের 

অনলাইন ডেস্ক

টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদাল। ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা রয়েছে নাদালের ঝুলিতে। মাত্র একটি কম নিয়ে তার পরেই আছেন সময়ের সেরা টেনিস তারকা নোভাক জকোভিচের। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে সেই ব্যবধান কমিয়ে আনার সুযোগ পাচ্ছেন এই সার্বিয়ান।

সেটা করতে হলে ফাইনালে হয়তো নাদালকেই পাবেন জকোভিচ।

আগামী ১৬ জানুয়ারি মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার। যেখানে প্রথম রাউন্ডে জ্যাক ড্রাপারকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

অন্যদিকে নোভাক জকোভিচ টুর্নামেন্ট শুরু করবেন রবের্তো কারবায়েস বায়েনার বিপক্ষে। এই ড্রই বলে দিচ্ছে টুর্নামেন্টের ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই নাদাল-জোকভিচের।

এদিকে নারী এককে প্রথম রাউন্ডে ইউলে নিয়েমিয়ারের বিপক্ষে লড়বেন শীর্ষ বাছাই ইগা সোয়াতেক। গতবারের রানার্সআপ ড্যানিয়েল কলিন্সের প্রতিপক্ষ অ্যানা কালিনস্কায়ার। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দুইবারের চ্যাম্পিয়ন ন্যাওমি ওসাকা। শুধু অস্ট্রেলিয়ান ওপেন নয়, এবছরই তাকে টেনিস কোর্টে আর দেখা যাবে না।

news24bd.tv/সাব্বির