বিশ্বকাপে স্বপ্নের অভিষেক মেয়েদের, হারাল অস্ট্রেলিয়াকে

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

বিশ্বকাপে স্বপ্নের অভিষেক মেয়েদের, হারাল অস্ট্রেলিয়াকে

অনলাইন ডেস্ক

ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। প্রথম অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের তরুণীরা। হারিয়েছে অস্ট্রেলিয়ার মতো প্রতাপশালী প্রতিপক্ষকে। আজ শনিবার অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার মেয়েরা করে ৫ উইকেটে ১৩০ রান। সেই লক্ষ্য ১৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার উইলোমুর পার্কে ইতিহাসের প্রথম অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের ম্যাচে টস করতে নেমেই ইতিহাসের পাতায় উঠে যান বাংলাদেশ অধিনায়ক দিশা বিশ্বাস এবং অস্ট্রেলিয়া অধিনায়ক রিস ম্যাককেনা। টসে হারলেও, ম্যাচ জয়ের হাসি ফোটে দিশার মুখেই।

টস জিতে অস্ট্রেলিয়া আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ১৩০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ক্লায়ের মুর। ৩৫ রান আসে এলা হাওয়ার্ডের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস।

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই রানি সাহাকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আফিয়া প্রত্যাশা এবং দিলারা আক্তার জয়ের ভিত গড়ে দেন। দ্বিতীয় উইকেট জুটিতে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৬৬ রান। দিলারা ৪০ রান করে ফিরে যাওয়ার পর প্রত্যাশাও ফেরেন ২৪ রান করে। এরপর জয়ের আনুষ্ঠানিকতা সারেন স্বর্ণা আক্তার এবং সুমাইয়া আক্তার। স্বর্ণা অপরাজিত থাকেন ২৩ রান করে। ৩১ রান আসে সুমাইয়ার ব্যাট থেকে।

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী ১৬ জানুয়ারি বেনোনির উইলোমুর পার্কেরই দ্বিতীয় মাঠে লঙ্কানদের বিপক্ষে খেলবে দিশার দল।

news24bd.tv/সাব্বির