মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছে আদিভি শেষ অভিনীত বহুল আলোচিত মেজর ছবি। তেলেগু ভাষার এই ছবিতে মূল ভূমিকায় রয়েছেন তেলুগু নায়ক আদিভি শেষ। এই ছবির মাধ্যমে হিন্দিতে অভিষেক হয় তার। আর প্রথম হিন্দি ছবিতেই তার অভিনয় মন ছুঁয়ে নিয়েছে দর্শকদের। দক্ষিণের অবশ্য পরিচিত নাম আদিভি। পরিচালক শশী কিরন টিক্কা নির্মাণ করেন মেজর ছবিটি। বায়োগ্রাফিক্যাল অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আদিভি। ৩২ কোটি রুপি বাজেটের এ ছবিটি বক্স অফিসে আয় করেছে ৬২-৬৪ কোটি রুপি। পাশাপাশি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায় এটি। মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের জীবনের ওপর নির্মিত মেজর ছবিতে আদিভি শেষের বিপরীতে অভিনয় করেছেন সাই মঞ্জরেকর। তবে শুধু নায়ক নয় খল চরিত্রেও দাপটে অভিনয় করেছেন আদিবি। ২০১১ সালে পঞ্জা ছবিতে ভিলেন মুন্না চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন...
দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল আদিভি'র যে ছবি
অনলাইন ডেস্ক

ভেঙেছে প্রেম, সমালোচনাকে কীভাবে দেখেন তামান্না
অনলাইন ডেস্ক

দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার অভিনয়ের পাশাপাশি রুপে মুগ্ধ দর্শক। কিছুদিন আগে বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর তাকে নিয়ে আলোচনা কম হয়নি। ট্রল কিংবা সমালোচনা কীভাবে গ্রহণ করেন তামান্না ভাটিয়া? সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তামান্না ভাটিয়া বলেন, কোনটা গঠনমূলক সমালোচনা, তা আমি এই জার্নি থেকে শিখেছি। কারণ এটা সবসময়ই থাকে। এমনকি কিছু মতামতও নিশ্চিতভাবে গ্রহণ করি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন নয়। আমি বলতে পারি, এটা ট্রল নাকি উপকারী কিছু। এটি পছন্দ হোক আর না হোক, এক চিমটি লবণ মাখিয়ে তা গ্রহণ করি। তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ওডেলা টু সিনেমা গত ১৭ এপ্রিল মুক্তি পায়। মুক্তির পর দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। গত বছর বক্স অফিস কাঁপানো অন্যতম বলিউড সিনেমা স্ত্রী টু।...
দক্ষিণী ইন্ডাস্ট্রির চাপে কোণঠাসা বলিউড!
অনলাইন ডেস্ক

গত বছরটা তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ইন্ডাস্ট্রির জন্য একেবারেই ভাল ছিল না। অনেক নামী তারকার সিনেমা ব্যর্থ হয়েছে সেখানেও। তবে বর্তমান সময়ে হিন্দি ইন্ডাস্ট্রির নামীদামি অভিনেতারাও ক্যারিয়ার ফেরাতে দক্ষিণের পরিচালকদের ওপর ভরসা করেন। কথাগুলো সত্যি সন্দেহ নেই। কিন্তু এটাই একমাত্র সত্যি, এমনটাও নয়। বিগত সময়ে বাহুবলী, আরআরআর, কেজিএফ, কান্তারা কিংবা পুষ্পার মতো সিনেমার ব্যাপক সাফল্যের কারণে চাপে পড়ে গেছে হিন্দি ইন্ডাস্ট্রি। কারণ, অনেক বছর ধরে দক্ষিণের মতো সাফল্য দিতে পারছিল না বলিউড। শাহরুখ খানের জওয়ান কিছুটা আশা জাগালেও সেখানে সেই দক্ষিণী পরিচালক অ্যাটলির দক্ষতার কথাই উঠে আসে বেশি। তবে ২০২৪ সালে একের পর এক দক্ষিণী সিনেমা ব্যর্থ হয়েছে। এস শঙ্কর পরিচালিত কমল হাসানের বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান টু একেবারেই চলেনি। ব্যর্থ হয়েছে...
‘ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম’
অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। সেখানে মাঝে মধ্যেই নিজের ক্যারিয়ার ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবার এক পোস্টে ক্ষোভ ঝারলেন এ অভিনেত্রী। কিন্তু কার ওপর কিংবা কেন? মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম। একটি পোস্ট শেয়ার করে দুটি করপোরেট প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেছেন এ অভিনেত্রী। জানা গেছে, স্বামী ও স্ত্রী দুজনের নির্দেশে একটি বিড়ালছানাকে তাদের গৃহকর্মী মেরেছে। সেই বিড়ালটি মৃত্যুশয্যায়। যা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। এ অভিনেত্রী লিখেছেন, ঘটনা ঘটেছে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে। ইলমার ছোট ভাই স্কুল থেকে ফিরে একটি বিড়ালের করুণ কান্নার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর