চার মোবাইল কোম্পানি থেকে ২৫শ’ কোটি টাকা আদায়ে বাধা নেই: বিটিআরসি

সংগৃহীত ছবি

চার মোবাইল কোম্পানি থেকে ২৫শ’ কোটি টাকা আদায়ে বাধা নেই: বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক

চার মোবাইল ফোন কোম্পানিকে প্রায় ২৫শ’ কোটি টাকা পরিশোধ করতে হবে। সর্বোচ্চ আদালতের রায়ের পর এ বিষয়ে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

রোববার সংবাদ সম্মেলন করে মহিউদ্দিন আহমেদ বলেন, ফোন অপারেটরদের কাছে বিটিআরসি’র পাওনা অর্থ আদায়ের বিষয়টি দীর্ঘদিন ঝুলে ছিল। তবে, পাওনা পরিশোধে অপারেটরদের নির্দেশ দিয়েছেন আদালত।

পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া গেলে করণীয় নির্ধারণ করবে নিয়ন্ত্রক এই সংস্থা।

তিনি আরও বলেন, যতবড় শক্তিই হোক, জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। এক্ষেত্রে অর্থ ফেরত দিতে দেরি হলে বিলম্ব ফি আরোপ করবে বিটিআরসি।

তরঙ্গ বরাদ্দ বাবদ গ্রামীণ ফোনের কাছে পাওনা ১১শ’ ৬৩ কোটি টাকা।

এছাড়া বাংলালিংকের কাছে ৬২৫ কোটি, রবি-র কাছে ৫৬৫ কোটি এবং এয়ারটেল-এর কাছে পাওয়া রয়েছে ৫৯ কোটি টাকা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক